কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৬) : ছোট শিশু যদি মারা যায়, তাহলে তাকে কি গোসল করাতে হবে?

উত্তর : হ্যাঁ, ছোট শিশুও মারা গেলে তাকে গোসল করাতে হবে। কোনো শিশু যদি জীবিত অবস্থাতে ভূমিষ্ট হয়ে কান্না করার পরে মারা যায়, তাহলে গোসল করানোর ব্যাপারে কোনো মতভেদ নেই (আল-মুগনী, ৩/৪৫৮)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘বাহনে আরোহী ব্যক্তি লাশের পিছনে পিছনে চলবে এবং পায়ে হাটা ব্যক্তি লাশের পিছনে, সামনে, ডানে বামে এবং সাথে সাথেও যেতে পারবে। অপূর্ণাঙ্গভাবে প্রসবিত বাচ্চার জানাযা পড়তে হবে এবং তার পিতা-মাতার জন্য ক্ষমা ও রহমতের দু‘আ করতে হবে’ (আবূ দাঊদ, হা/৩১৮০; ইবনু মাজাহ, হা/১৪৮১)। এই হাদীছে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভপাত হওয়া শিশুরও জানাযা পড়ার কথা বলেছেন, তাহলে ছোট শিশুদের গোসল দেওয়া ও জানাযা পড়া তো আরো বেশি যুক্তিযুক্ত।

প্রশ্নকারী : অপিক হাসান

ঢাকা।


Magazine