উত্তর: যারা ছিয়াম রাখবে তাদের জন্য সাহারী করা সুন্নাত। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমরা সাহারী খাও। কারণ সাহারীতে বরকত রয়েছে’ (ছহীহ বূখারী, হা/১৯২৩)। তবে কোনো কারণবশত তথা পিরিয়ড বা অন্য কোনো কারণে ছিয়াম রাখার নিয়ত না থাকলেও পরিবারের সাথে সাহারী খাওয়াতে কোনো সমস্যা নেই।
প্রশ্নকারী : খাইরুল আমিন
সংযুক্ত আরব আমিরাত।