কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৪) : ফজর ছালাতের সুন্নাত শেষে ২১ বার সূরা ফাতিহা পাঠ করলে ঋণমুক্ত ও সম্পদশালী হওয়া যায় এবং বন্ধ্যত্বসহ নানান সমস্যা দূরীভুত হয়। এমন আমল কি শরীআতসম্মত?

উত্তর : না, এমন আমল শরীআতসম্মত নয়। কেননা নির্দিষ্টভাবে ফজর ছালাতের পর ২১ বার করে সূরা ফাতিহা পাঠ করার ব্যাপারে কোনো প্রমাণ পাওয়া যায় না।

প্রশ্নকারী : মিযানুর রহমান

গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ।


Magazine