কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৬): বিয়ের ক্ষেত্রে একটা মেয়ে যদি মন থেকে রাজি না থাকে, কিন্তু মুখে বলে রাজি আর বাবা যদি বিয়ের দিন মেয়ের অনুমতি না নিয়ে বিয়ে দিয়ে দেয়, তাহলে কি বিয়ে শুদ্ধ হবে? কিংবা যদি এমন হয় মেয়ে বিয়েতে আগে রাজি ছিল না, কিন্তু বিয়ের দিনে সে রাজি। অতঃপর বাবা যদি মেয়ের অনুমতি ছাড়া বিয়ে পড়িয়ে দেয়, তাহলে বিয়ে শুদ্ধ হবে কি-না?

উত্তর: কোনো বাবার জন্য তার মেয়ের সন্তুষ্টি ছাড়া তাকে কারো সাথে বিবাহ দেওয়া জায়েয নয়। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কোনো বিধবা নারীকে তার সম্মতি ব্যতীত বিয়ে দেয়া যাবে না এবং কুমারী মহিলাকে তার অনুমতি ছাড়া বিয়ে দিতে পারবে না’। লোকেরা জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! কেমন করে তার অনুমতি নেয়া হবে? তিনি বললেন, ‘তার চুপ থাকাটাই হচ্ছে তার অনুমতি’ (ছহীহ বুখারী, হা/৫১৩৬)। তবে কোনো বাবা যদি তার মেয়ের সন্তুষ্টি ছাড়াই কারো সাথে বিবাহ দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে বিবাহ হয়ে যাবে। কিন্তু সেই মেয়ের জন্য বিয়ের পরে সংসার করা বা না করার ইখতিয়ার থাকবে। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, একদা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এক যুবতী এসে বলল, তার অসম্মতিতে তার পিতা তাকে বিয়ে দিয়েছে। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে (বিবাহ বলবৎ রাখা বা না রাখার) ইখতিয়ার প্রদান করলেন (আবূ দাঊদ, হা/২০৯৬)।

প্রশ্নকারী : সাদিয়া

ঢাকা।


Magazine