কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৮) : যদি কেউ তার সন্ধান দিতে পারে, তাহলে তাকে এত টাকা পুরস্কার দেওয়া হবে। কারোর সন্ধান দিয়ে এমন পুরস্কার নেওয়া কি বৈধ হবে?

উত্তর: হ্যাঁ, হারানো বস্তুর সন্ধানে পরস্কার নেয়া বৈধ। কেননা ইউসূফ আলাইহিস সালাম তার ভাইকে তার কাছে রাখার জন্য কৌশল করে বাদশাহর একটি পাত্র তার ভাইয়ের নিকটে রাখার আদেশ দিয়েছিলেন। তারপর যখন তার ভাইয়েরা স্বদেশ ফিরার ইচ্ছা করলো, তখন এক ঘোষক এই ঘোষণা করলো যে, আমরা রাজার পানপত্র হারিয়েছি; যে তা এনে দিবে সে এক উট বোঝাই মাল পাবে এবং আমি সেটার জামিন (ইউসূফ, ১২/৭২)। এই আয়াত প্রমাণ করে যে, হারানো বস্তুর সন্ধানে পুরস্কার নেওয়া বৈধ। তবে নিজের পক্ষ থেকে কোন কিছু দাবী করবে না।

প্রশ্নকারী : ছিয়াম

আক্কেলপুর, জয়পুরহাট।


Magazine