কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৪): কেউ যদি তার স্ত্রীকে রাগের মাথায় বলে, তুই বাপের বাড়ি গেলে তালাক। আর স্ত্রী যদি তার বাপের বাড়ি চলে যায়। তাহলে তালাক পতিত হবে কি?

উত্তর: স্বামী যদি স্ত্রীকে এভাবে বলে এবং স্ত্রী যদি বাবার বাড়ি চলে যায়, তাহলে এক তালাক পতিত হয়েছে। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, , ثَلاَثٌ جِدُّهُنَّ جِدٌّ وَهَزْلُهُنَّ جِدٌّ النِّكَاحُ وَالطَّلاَقُ وَالرَّجْع

‘তিনটি বিষয় এমন আছে যেগুলোর ঠাট্টাকেও বাস্তব বলে গণ্য করা হয়- ১. বিয়ে, ২. তালাক ও রুজূ’ (সুনানে আবী দাঊদ, হা/২১৯৪)।

প্রশ্নকারী : হাকিল আহমেদ

ঢাকা।


Magazine