কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪) : দোকানে তাবিযের মাদুলী বিক্রি করা যাবে কি?

উত্তর : তাবিয ব্যবহার করা, গলায় বা কোমরে ঝুলানো শিরক। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, مَنْ عَلَّقَ تَمِيمَةً فَقَدْ أَشْرَكَ ‘যে ব্যক্তি তাবিয ঝুলালো সে শিরক করল’ (মুসনাদে আহমাদ, হা/১৬৭৮১)। আর যা ব্যবহার করা হারাম তা বিক্রয় করাও হারাম। যেমন বিড়ি-সিগারেট খাওয়া হারাম এজন্য তার ব্যবসাও হারাম। তাবিযের মাদুলী যদিও তাবিয নয় কিন্তু তাবিয তার মধ্যে ঢুকিয়ে ব্যবহার করা হয়। সুতরাং তাবিযের মাদুলী বিক্রয় করার মাধ্যমে অন্যায় কাজে সহযোগিতা করা হয়। আর অন্যায় কাজে সহযোগিতা করা হারাম। মহান আল্লাহ বলেন, تَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ‘তোমরা সৎকর্ম ও আল্লাহ ভীতিতে পরস্পরকে সহযোগিতা করো আর পাপ ও সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)।

প্রশ্নকারী : খোকন

চাঁদপুর


Magazine