কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২): আমার মায়ের অনেক সম্পদ আছে। তিনি হজ্জ করার আগেই মৃত্যুবরণ করেছেন। এখন আমি কি তার পক্ষ থেকে হজ্জ করতে পারব?

উত্তরমৃত পিতা-মাতার পক্ষ থেকে ছেলের হজ্জ করাতে শরীআতে কোনো বাধা নেই। ফযল ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, খাসআম গোত্রের এক মহিলা বলল, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমার পিতার উপর আল্লাহ কর্তৃক নির্ধারিত হজ্জ ফরয হয়েছে, কিন্তু তিনি খুবই বৃদ্ধ হয়ে পড়েছেন। উটের পিঠে বসার সামর্থ্যও তার নেই। তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তার পক্ষে তুমি হজ্জ আদায় করো’ (তিরমিযী, হা/৯২৮; ইবনে মাজাহ, হা/২৯০৯)। তবে কারো পক্ষ থেকে হজ্জ করতে হলে তাকে অবশ্যই আগে নিজের হজ্জ করতে হবে। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলতে শুনলেন, আমি শুবরুমার পক্ষ হতে উপস্থিত হয়েছি। তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘শুবরুমা কে?’ সে বলল, আমার ভাই অথবা বলল, আমার নিকটাত্মীয়। তখন তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ‘তুমি নিজের হজ্জ করেছ কি?’ সে বলল, না। তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তাহলে প্রথমে নিজের হজ্জ করো। পরে শুবরুমার পক্ষ হতে হজ্জ করো’ (আবূ দাঊদ, হা/১৮১১; ইবনু মাজাহ, হা/২৯০৩)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।



Magazine