কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৬) : সহবাসের নিয়ম কী? স্বামী যদি জোর করে পায়ুপথে সহবাস করতে চায় সেক্ষেত্রে স্ত্রীর করণীয় কী? স্ত্রী কি স্বামীর থেকে তালাক নিয়ে নিবে?

উত্তর:পায়ুপথে সহবাস করা হারাম এবং কবীরা গুনাহ ও বিকৃত রুচির পরিচায়ক। এ কর্মের জন্য লূত আলাইহিস সালাম-এর জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। পশ্চিমা নোংরা রুচির কারণেই এমন বিকৃত মনমানসিকতা তৈরি হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘যখন তারা উত্তমরূপে পবিত্র হবে, তখন যেভাবে আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন সেভাবে তাদের কাছে গমন করবে’ (আল-বাকারা, ২/২২২)। অর্থাৎ তাদের লজ্জাস্থানে অন্য কোথাও না (তাফসীরে ইবনু কাছীর, ১/৪৪১)। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি তার স্ত্রীর সাথে গুহ্যদ্বারে সঙ্গম করে সে অভিশপ্ত’ (আবূ দাঊদ, হা/২১৬২)। আরেক বর্ণনায় রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি ঋতুমতী স্ত্রীর সাথে সহবাস করে অথবা স্ত্রীর পশ্চাৎ দ্বারে সহবাস করে সে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর যা অবতীর্ণ হয়েছে, সে তা থেকে দায়মুক্ত’ (আবূ দাঊদ, হা/৩৯০৪)। যদি স্বামী জোর করে পায়ুপথে সহবাস করতে চায় তাহলে তাকে বুঝাতে হবে। এরপরও সে যদি তার জঘন্য চিন্তাধারা থেকে বের হয়ে না আসে এবং তারই উপর অটল থাকতে চায়, তাহলে স্ত্রী নিরুপায় হয়ে খোলা তালাক নিতে পারে।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।



Magazine