কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৫): এক লোকের সাথে তার ভায়রা ভাই (স্ত্রীর দুলাভাই) এর ঝগড়া হয়। তারপর সে তার স্ত্রীকে বলে, তুমি তোমার দুলাভাইয়ের বাড়িতে গেলে তোমাকে তালাক। তারপর স্ত্রী তার কথা অমান্য করে যদি দুলাভাইয়ের বাড়িতে যায়, তাহলে কি তালাক হয়ে যাবে?

উত্তর: হ্যাঁ, তালাক হয়ে যাবে। কেননা তালাক শর্তের উপর হয়ে থাকে। তাই এক্ষেত্রে তালাক না হওয়ার জন্য স্বামী যে শর্তারোপ করেছে, তা পালন না করলেই তালাক হয়ে যাবে (আল-মুকাদ্দিমাত, ইবনু রুশদ, ১/৫৭৬; ফাতহুল আল্লাম, ইবনে হিযাম, ৮/৫২৪)।

প্রশ্নকারী : শরীফুল ইসলাম

চাঁপাই নবাবগঞ্জ।

 

Magazine