কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৬): আমাদের বিবাহ হয়েছে ২০০৬ সালে। বিবাহের পরে দুই-তিন বছর আমাদের অনেক ঝগড়াঝাঁটি হয়েছে সংসারে। তখন তালাকের মাসআলাটা আমার জানা ছিল না। তো তখন ভুলে স্ত্রীকে তালাক বলে ফেলছি কি-না এটা আমার মনে পড়ছে না। যদি বলে থাকি সেক্ষেত্রে এখন করণীয় কী?

উত্তর: সন্দেহের উপর ভিত্তি করে শরীআত প্রযোজ্য হয় না। তাই কোনো ব্যক্তি যদি সন্দেহের মাঝে থাকে যে, সে তার স্ত্রীকে তালাক দিয়েছে কি-না, তাহলে এর মাধ্যমে তালাক পতিত হবে না। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এক ব্যক্তি সম্পর্কে অভিযোগ করা হলো যে, ছালাত আদায়কালে তার ওযূ ভঙ্গের কিছু হয়েছে বলে মনে হয়, এতে কি সে ছালাত ছেড়ে দেবে? তিনি বলেন, ‘না, যতক্ষণ না সে আওয়াজ শুনবে বা দুর্গন্ধ টের পায় অর্থাৎ নিশ্চিত হয়’ (ছহীহ বুখারী, হা/১৩৭)।

প্রশ্নকারী : মো. রাইহান

ঢাকা।


Magazine