কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১): আমাদের এখানে কিছু যুবক বলছে, ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী চলে এসেছে। তারা ভারতে ২২ বছর ধরে অবস্থান করছে। এ ব্যাপারে ইসলাম কী বলে?

উত্তরএগুলো ঈসা আলাইহিস সালাম ও ইমাম মাহদীকে নিয়ে বিভ্রান্তিকর মিথ্যা প্রোপাগান্ডা, যার কোনো প্রমাণ নেই। একদল স্বার্থান্বেষী মহল এগুলো মিথ্যা খবর প্রচারের মাধ্যমে নিজেদের স্বার্থ হাছিল করতে চায়। বরং ঈসা আলাইহিস সালাম হলেন কিয়ামতের বড় আলামত। আর ইমাম মাহদী ছোট আলামতগুলোর শেষ আলামত। ইমাম মাহদী কখন, কোথায়, কীভাবে আসবেন তা হাদীছে বিস্তারিত এসেছে। সেখানে ভারতবর্ষের কথা উল্লেখ নেই। তারা শেষ যামানায় আত্মপ্রকাশ করবেন। তারা পৃথিবীতে এসে ইসলামী শাসন প্রতিষ্ঠা করবেন। পৃথিবী হতে যুলম-নির্যাতন দূর করে ন্যায় ও ইনছাফ কায়েম করবেন। আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, ‘শপথ সেই সত্তার, যার হাতে আমার প্রাণ! শীঘ্রই তোমাদের মধ্যে মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম শাসক ও ন্যায়বিচারক হিসেবে আগমন করবেন। তিনি ‘ক্রুশ’ ভেঙ্গে ফেলবেন, শূকর হত্যা করবেন এবং তিনি যুদ্ধের সমাপ্তি টানবেন। তখন সম্পদের ঢেউ বয়ে চলবে। এমনকি কেউ তা গ্রহণ করতে চাইবে না। তখন আল্লাহকে একটি সিজদা করা তামাম দুনিয়া এবং তার মধ্যকার সমস্ত সম্পদ হতে অধিক মূল্যবান বলে গণ্য হবে’ (ছহীহ বুখারী, হা/৩৪৪৮)। এছাড়াও তিনি ভারতবর্ষে নয়, বরং দামেশকে অবতরণ করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। দুজন ফেরেশতার পাখার উপর হাত রেখে দামেশক (সিরিয়া) শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারের উপরে তিনি অবতরণ করবেন (ছহীহ মুসলিম, হা/২৯৩৭)। ঈসা আলাইহিস সালাম অবতরণের আগে থেকেই ইমাম মাহদী দুনিয়ায় অবস্থান করবেন। আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের অবস্থা কেমন হবে যখন তোমাদের মধ্যে মারইয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন আর তোমাদের ইমাম তোমাদের মধ্য থেকেই হবে’ (ছহীহ বুখারী, হা/৩৪৪৯)। সুতরাং হাদীছের আলোকে ঈসা আলাইহিস সালাম ও ইমাম মাহদী পৃথিবীতে আগমন করলে হাদীছের বর্ণনানুযায়ী উল্লিখিত পরিবর্তনগুলো পরিলক্ষিত হবে; যার একটি এখনও দেখা যায়নি।

প্রশ্নকারী : মুহাম্মদ রুহুল আমিন

লালগোলা, মুর্শিদাবাদ, ভারত। 


Magazine