কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৭): ভাইয়ের বিয়েতে তার ছোট ভাইবোনরা কি ভাইয়ের জন্য বাসরঘর সাজাতে পারবে?

উত্তর: বিয়েতে পর্দা বজায় রেখে যেকোনো মহিলা বাসরঘর সাজাতে পারে। আয়েশা রযিয়াল্লাহু আনহা তার বিবাহের ঘটনায় বলেন, আমার মা আমাকে ডাকলে আমি আসলাম। তখন তিনি কিছু পানি নিলেন এবং তা দিয়ে আমার মুখমণ্ডল ও মাথা মাসেহ করে দিলেন। তারপর আমাকে ঘরের ভিতর প্রবেশ করালেন। সেখানে কয়েকজন আনছারী মহিলা ছিলেন। তারা আমার জন্য কল্যাণ, বরকত এবং সৌভাগ্যের দু‘আ করলেন। আমাকে তাদের কাছে দিয়ে দিলেন। তারা আমাকে সুন্দরী করে সাজালেন (ছহীহ বুখারী, হা/৩৮৯৪)। উক্ত বর্ণনা প্রমাণ করে বাসরঘর ও কনেকে সাজানো সুন্নাত।

প্রশ্নকারী : রিমন হোসেন

চাটমোহর, পাবনা।


Magazine