উত্তর : খোলা তালাকের মতো নয়। তালাকের পরে স্ত্রীকে পুনরায় বিবাহ করা ছাড়াই দুই বার ফিরিয়ে নেওয়া গেলেও খোলার মাধ্যমে সেটি হয় না। বরং খোলার মাধ্যমে স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যায়। খোলা হওয়ার পরেও সেই মহিলার সাথে আবার সংসার করা সম্ভব। তবে সেক্ষেত্রে নতুন মোহর দিয়ে আবার নতুনভাবে বিবাহ করতে হবে। তাহলেই সেই মহিলা তার প্রথম স্বামীর কাছে ফেরত আসতে পারবে (মাজমূঊ ফাতাওয়া ইবনে তায়মিয়্যাহ, ৩২/৩০৬, যাদুল মা‘আদ, ৫/১৮০-১৮১)।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক