কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫০): ‘কোন ব্যক্তি ৪০টি হাদীছ মুখস্ত করলে কিয়ামতের দিন রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুপারিশকারী হবেন’- এই হাদীছটি কি ছহীহ?

উত্তর: এ মর্মে বর্ণিত হাদীছটি মাওযূ (জাল)। কেননা এই বর্ণনার সনদে ইসহাক ইবনু নাজীহ নামক রাবী রয়েছে, যে জাল হাদীছ বর্ণনা করত (সিলসিলা যঈফা, হা/৪৫৮৯)।

প্রশ্নকারী : মশিউর রহমান

যশোর।

Magazine