কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৭) : আমার ভোলা জেলার অধিকাংশ মানুষ মাযহাবী তরীকায় ছালাত আদায় করে। আমি ছহীহ তরীকায় ছালাত আদায় করার চেষ্টা করি। কিন্তু আমার বাবা ও অন্যান্যরা আমাকে নিষেধ করে। এমতাবস্থায় আমি বাবার কথা না মানলে তার অবাধ্য সন্তান হিসাবে গণ্য হব কি?

উত্তর : সঠিক ও বিদ‘আতমুক্ত আমল বৈ কোনো আমলই আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। যারা আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর শেখানো পদ্ধতির অনুসরণ করে না; তাদের আমল আল্লাহর নিকট বাতিল। এই মর্মে মহান আাল্লাহ বলেন, يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَلَا تُبْطِلُوا أَعْمَالَكُمْ ‘হে ইমানদারগণ! তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আনুগত্য করো। তোমরা তোমাদের আমলসমূহকে নষ্ট করো না’ (মুহাম্মাদ, ৩৩)। ছালাত রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর দেখানো পদ্ধতিতেই আদায় করতে হবে। মালেক ইবনু হুওয়াইরিস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, صَلُّوا كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي অর্থাৎ ‘তোমরা ছালাত আদায় করো; যেভাবে আমাকে ছালাত আদায় করতে দেখছ’ (ছহীহ বুখারী, হা/৬৩১; মিশকাত, হা/৬৮৩)। অতএব এমন পরিস্থিতিতে সুন্নাহ পদ্ধতিতেই ছালাত আদায় করতে হবে। মা-বাবাকে বিষয়টি আদবের সহিত বোঝানোর চেষ্টা অব্যাহত রাখতে হবে। তাদের সাথে অসাদাচরণ করা যাবে না। তবে কারো কথায় রাসূলের সুন্নাহকে ত্যাগ করা যাবে না। নাওয়াস ইবনু সাম‘আন রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ‘স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির আনুগত্য নেই (মিশকাত, হা/৩৬৯৬)। এমতাবস্থায় পিতা-মাতার অবাধ্য সন্তান হিসাবে বিবেচিত হবে না।

প্রশ্নকারী : শাহীন

চরফ্যাশন, ভোলা।


Magazine