কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৪) : যারা ছালাত, ছিয়াম আদায় করে না তাদেরকে কি ছাদাক্বাতুল ফিতর দেওয়া যাবে?

উত্তর : ছালাত, ছিয়াম ফরয বিধান। যা অবজ্ঞা করে ত্যাগ করলে মানুষ মুসলিম থাকে না। তবে ফিতরা ফক্বীর-মিসকীন, অসহায় ও নিঃস্ব মানুষের হক্ব। এমন ব্যক্তি যে কেউ চাইতে আসলে তাকে ফিতরা দিতে হবে। কেননা আল্লাহ তাআলা বলেন, ‘আর তাদের ধনসম্পদে রয়েছে ভিক্ষুক ও বঞ্চিতের হক্ব’ (আয-যারিয়াত, ১৯)। ইবনু আব্বাস রযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ...গরীব-মিসকীনকে খাদ্যবস্তু দেবার উদ্দেশে ছাদাক্বাতুল ফিতর ফরয করে দিয়েছেন (আবূ দাঊদ, হা/১৬০৯; ইবনু মাজাহ, হা/১৮২৭; মিশকাত, হা/১৮১৮)। তবে তা দেওয়ার সময় ছালাত, ছিয়াম আদায়ের বিষয়টি বলে দেওয়া কর্তব্য।

 প্রশ্নকারী : খাইরুল ইসলাম

ডিমলা, নীলফামারী।

Magazine