কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১) : বিগত কয়েক বছর আমি যাকাত প্রদান করিনি। এখন আমার করণীয় কী?

উত্তর : যাকাত একটি ফরয ইবাদত। অলসতা কিংবা কৃপণতাবশত যাকাত আদায় না করলে যাকাত মওকূফ হয় না। বরং তার কাযা আদায় করা জরুরী। কারণ তা বান্দার হক। তাই পূর্বের বছরগুলোতে সম্পদের পরিমাণ কত ছিল তা নির্দিষ্টভাবে জানা থাকলে সেই অনুসারে অথবা নির্দিষ্ট হিসাব না থাকলে আনুমানিক হিসাব ধরে তার যাকাত আদায় করে দেওয়া জরুরী (মাজমূউল ফাতাওয়া লি ইবনি উছায়মীন, ১৮/৩০২)। আর এর জন্য রমাযান মাসের অপেক্ষা করা যাবে না। বরং সাথে সাথে দিয়ে দিতে হবে।

প্রশ্নকারী : সোলায়মান

বরিশাল।


Magazine