কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৪): একজন ব্যক্তি তার একজন ব্যবসায়ী বন্ধুকে কিছু পরিমাণ টাকা এই শর্তে ধার দেয় যে, প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ তাকে দিতে হবে। এরূপ টাকা দেওয়া বৈধ কি?

উত্তর: না, এভাবে টাকা ধার দেওয়া যাবে না। ঋণ গ্রহীতা নিরুপায় হয়ে এরূপ করে থাকে। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, তবে পারস্পরিক সম্মতিতে ব্যবসার মাধ্যমে হলে ভিন্ন কথা’ (আন-নিসা, ৪/২৯)। উবাই ইবনু কা‘ব, আব্দুল্লাহ ইবনু মাসঊদ, আব্দুল্লাহ ইবনু আব্বাস রযিয়াল্লাহু আনহুম প্রমুখ ছাহাবী ঋণের বিনিময়ে লাভ নেওয়াকে অপছন্দ করতেন এবং নিষেধ করতেন (ইরওয়া, হা/১৩৯৭)। কেননা যে ঋণ কোনো প্রকার মুনাফা আনয়ন করে তাই সূদ (বায়হাক্বী, সুনানে কুবরা, হা/১১০৩৭)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।



Magazine