কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৬) : শ্যালিকার সাথে বিয়ে হারাম হলেও সে মাহরাম নয় কেন?

উত্তর : শ্যালিকার সাথে বিবাহ হারাম নয়, বরং যতদিন তার বোন স্ত্রী হিসেবে আছে ততদিন বিবাহ হারাম। অর্থাৎ বিবাহ হারাম হওয়াটা স্থায়ীভাবে হারাম নয়। পবিত্র কুরআনে দুই বোনকে একত্রে বিবাহ বন্ধনে রাখা হারাম করা হয়েছে (আন নিসা, ৪/২৩)। কোনো কারণে স্ত্রীর সাথে বিবাহ বন্ধন আর না থাকলে তখন তার বোনকে বিবাহ করা জায়েয হবে। এই আয়াত থেকে বুঝা যায় যে, যেহেতু শ্যালিকার সাথে বিবাহ বন্ধন স্থায়ীভাবে হারাম নয়, তাই সে মাহরামের অন্তর্ভুক্তও নয়।

প্রশ্নকারী: আনোয়ার হোসেন

কাশিমপুর, গাজীপুর।


Magazine