কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬) : আমি মাযারে একটি ছাগল দেওয়ার মানত করেছিলাম। পরে জানতে পারলাম যে, মাযারে মানত করা শিরক। এখন আমার করণীয় কী?

উত্তর : এমন মানত পুরা করা যাবে না। কারণ এটা শিরক। কেননা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের কাজে মানত করে, সে যেন তাঁর আনুগত্য করে। আর যে ব্যক্তি আল্লাহর নাফরমানী বা অবাধ্যতার মানত করে, সে যেন তা না করে’ (ছহীহুল বুখারী, হা/৬৭০০)। এমন মানত করার কারণে তাকে কসমের কাফফারা দিতে হবে। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘গুনাহের কাজে মানত করা যাবে না এবং এর কাফফারা হলো কসম ভঙ্গের কাফফারার অনুরূপ’ (তিরমিযী, হা/১৫২৪)। আর কসমের কাফফারা হলো দশজন মিসকীনকে মধ্যম ধরনের খাদ্য দান করতে হবে অথবা তাদেরকে বস্ত্র দান করতে হবে অথবা একটি দাস মুক্ত করতে হবে। কিন্তু যার এগুলোর কোনোটিরই সামর্থ্য নেই সে তিনদিন ছিয়াম পালন করবে (আল-মায়িদা, ৫/৮৯)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।



Magazine