কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৭) : সরকারকে ট্যাক্স না দিয়ে ব্যবসা-বাণিজ্য করা বৈধ হবে কি?

উত্তর: সরকারের কোনো আইন ইসলামী আইন বিরোধী না হলে এবং জনকল্যাণকর হলে সে আইন মেনে চলাই কর্তব্য (আবূ দাঊদ, হা/২৬২৬; তিরমিযী, হা/৩৭০৭)। অতএব, জাতীয় রাজস্ব আয়ের মাধ্যম হিসাবে সরকারীভাবে যে ট্যাক্স ধার্য করা হয়, তা ফাঁকি দিয়ে ব্যবসা-বাণিজ্য করা ঠিক হবে না। কেননা রাষ্ট্রীয় স্বার্থ মানেই জনস্বার্থ। আর জনস্বার্থের ক্ষতি করা ইসলাম অনুমোদন করে না। সাধারণভাবে একজন ঈমানদার ব্যক্তি কখনো অন্যের ক্ষতিসাধন করে আপন স্বার্থ হাছিল করতে পারে না। সুতরাং এ ধরনের অপরাধ করা হতে বিরত থাকতে হবে। তবে অনেক সময় রাষ্ট্রীয় দুর্নীতিগ্রস্থ সিস্টেমের কারণে মানুষ সঠিক ট্যাক্স দিতে চাইলেও দিতে পারে না সেক্ষেত্রে এর দায়ভার রাষ্ট্রের উপর বর্তাবে। সাধ্যের বাহিরে কোনো কাজের জন্য মানুষ আল্লাহর নিকট জিজ্ঞাসিত হবে না।

প্রশ্নকারী : রফিকুল ইসলাম
গাইবান্ধা।


Magazine