কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৯): আমার ফুফু জীবিত থাকা অবস্থায় ভিডিও করে রেখেছিলাম। আমার ফুফু বর্তমানে মারা গেছে। এখন কি আমার ফুফুর ভিডিওটা দেখতে পারব?

উত্তর: শারঈ কোনো ফায়দা না থাকলে মৃত ব্যক্তির কোনো ছবি বা ভিডিও সংরক্ষণ করা যাবে না। কেননা ছবি বা ভিডিওর সাহায্যে মৃত ব্যক্তিকে স্মরণ করা হয় এবং ক্ষেত্রবিশেষে মানুষ এগুলো দেখে শোকে মর্মাহত হয়। অথচ মৃত ব্যক্তির জন্য তিনদিনের বেশি শোক পালন করা বৈধ নয়। উম্মু আতিয়্যা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো মৃত ব্যক্তির জন্য আমাদের তিন দিনের অধিক শোক পালন করা হতে নিষেধ করা হতো (ছহীহ বুখারী, হা/৩১৩)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেছিলেন, ‘কোনো (প্রাণীর) ছবি বা মূর্তি দেখলেই তা নিশ্চিহ্ন করে দেবে এবং কোনো উঁচু কবর দেখলে তা সমান করে দেবে’ (ছহীহ মুসলিম, হা/৯৬৯)। আব্দুল্লাহ ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যারা এ জাতীয় (প্রাণীর) ছবি তৈরি করে, কিয়ামতের দিন তাদের শাস্তি দেওয়া হবে। তাদের বলা হবে, তোমরা যা বানিয়েছিলে তাতে জীবন দাও’ (ছহীহ বুখারী, হা/৫৯৫১)। উল্লেখ যে, বিশেষ প্রয়োজন না হলে প্রাণীর ছবি তোলা বা তা সংরক্ষণ করা যাবে না এবং অতিসত্বর তা ধ্বংস করে দিতে হবে।

প্রশ্নকারী : শাহীন

দেবহাটা, সাতক্ষীরা।


Magazine