কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৩) : লায়লাতুল ক্বদরে সারা রাত জেগে ছালাত আদায় করা যাবে কি?

উত্তর : রাতের ছালাত ১১ রাকআতের বেশি আদায় করা যাবে না (ছহীহ বুখারী, হা/১১৪৭)। এর মধ্যে সীমাবদ্ধ রেখে দীর্ঘ ক্বিরাআতে ছালাত আদায় এবং তেলাওয়াত ও তাসবীহ-তাহলীলের মাধ্যমে সারা রাত (সাহারী পর্যন্ত) ছালাত আদায় করা যায়। আবূ যার রাযিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে রামাযান মাসের ছিয়াম পালন করতাম। তিনি এ মাসের (প্রথম দিকের অধিকাংশ দিনই) আমাদেরকে নিয়ে (তারাবীহ) ছালাত আদায় করেননি। অতঃপর রামাযানের সাত দিন বাকী থাকতে তিনি আমাদেরকে নিয়ে রাতের এক-তৃতীয়াংশ পর্যন্ত ছালাত আদায় করলেন। তিনি পরবর্তী রাতে আমাদেরকে নিয়ে (মসজিদে) ছালাত আদায় করলেন না। অতঃপর পঞ্চম রাতে তিনি আমাদেরকে নিয়ে ছালাতে দাঁড়িয়ে অর্ধেক রাত অতিবাহিত করেন। আমি বললাম, হে আল্লাহর রসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! যদি আপনি পুরো রাত আমাদেরকে নিয়ে ছালাতে দাঁড়িয়ে থাকতেন। বর্ণনাকারী বলেন, তিনি বললেন, কোনো ব্যক্তি ইমামের সাথে (এশার) ছালাত আদায় করে প্রত্যাবর্তন করলে তাকে পুরো রাতের ছালাত আদায়কারী হিসাবে গণ্য করা হয়। তিনি বলেন, অতঃপর চতুর্থ রাতে তিনি (মসজিদে) ছালাত আদায় করেননি। যখন তৃতীয় রাত এলো তিনি তার পরিবার-পরিজন, স্ত্রী ও অন্য লোকদের একত্রিত করলেন এবং আমাদেরকে নিয়ে এত দীর্ঘক্ষণ ছালাত আদায় করলেন যে, আমরা ‘ফালাহ’ ছুটে যাওয়ার আশঙ্কা করলাম। জুবাইর ইবনু নুফাইর বলেন, আমি জিজ্ঞেস করলাম, ‘ফালাহ’ কী? তিনি বললেন, সাহারী খাওয়া। অতঃপর তিনি এ মাসের অবশিষ্ট রাতে আমাদেরকে নিয়ে ছালাত আদায়ের জন্য দাঁড়াননি (আবূ দাঊদ, হা/১৩৭৫)। এই হাদীছ প্রমাণ করে যে, রামাযান মাসে সারা রাত ইবাদত করা যায়। কেননা আয়েশা রাযিয়াল্লাহু আনহা-এর হাদীছ অনুরূপই প্রমাণ করে। যেখানে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর রামাযানের রাতের ছালাত আদায়ের বিবরণ দিতে গিয়ে বলেছিলেন যে, তিনি রামাযান মাসে এবং রামাযানের বাইরে ১১ রাকআতের বেশি ছালাত আদায় করতেন না। তিনি প্রথমে (২+২) চার রাকআত পড়তেন। তুমি (আবূ সালামা) তার সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস করো না। অতঃপর তিনি (২+২) চার রাকআত পড়তেন। তুমি তার সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস করো না। অতঃপর তিনি তিন রাকআত (বিতর) পড়তেন (ছহীহ বুখারী হা/২০১৩; ছহীহ মুসলিম হা/৭১৮; ফাতহুল বারী, ৪/৩১৮)।

শহিদুল ইসলাম

চকবাজার, ঢাকা।


Magazine