উত্তর : ছবি তোলা শরীয়তে স্বাভাবিকভাবে হারাম। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বাণী, كُلُّ مُصَوِّرٍ فِي النَّارِ ‘তথা প্রত্যেক ছবি অঙ্কনকারী জাহান্নামে প্রবেশ করবে’ (ছহীহ মুসলিম, ২১১০; মিশকাত, হা/৪৪৯৮; মুসনাদে আহমাদ, হা/২৮১১)। অন্যত্র তিনি বলেন, ‘ক্বিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি প্রদান করা হবে সেই ব্যক্তিকে যে ছবি অঙ্কন করত’ (ছহীহ বুখারী, হা/৬১০৯; ছহীহ মুসলিম, হা/৯৮)। তবে যে ছবি তাৎক্ষনিকভাবে তোলা হয় ও বের করা হয় তা উক্ত হাদীছের অন্তর্ভূক্ত হবে না। আর এ ক্ষেত্রে দুইটি অবস্থা রয়েছে- (১) যদি তা কোনো বৈধ কাজের উদ্দেশ্যে হয় তাহলে তা জায়েয হবে (২) আর যদি তা অবৈধ কাজের উদ্দেশ্যে হয় তাহলে তা বৈধ হবে না (মাজমূউল ফতওয়া লি ইবনে উছাইমীন, ১২/৩৩০)। অনুরূপভাবে মানুষ যদি কোনো কাজের ক্ষেত্রে বাধ্য হয় এবং তা ছাড়া তার কোনো উপায় নেই সে ক্ষেত্রেও বৈধ হবে। যেমন: ইলমি বৈঠকে অংশ গ্রহণ, গাড়ির ড্রাইভিংয়ের জন্য, কোনো কিছু সংরক্ষণ করা ইত্যাদি। অবশ্য সকল প্রকারের অপ্রয়োজনীয় ছবি তোলা থেকে বিরত থাকতে হবে।
প্রশ্নকারী : নূর উদ্দিন
নোয়াখালী।