উত্তর: বীর্য শুকনো থাকলে নখ দিয়ে খুচিয়ে তুলে দিলেই তা যথেষ্ট হবে (ছহীহ মুসলিম, হা/২৯০)। আর ভেজা হলে কাপড় থেকে ধুয়ে ফেলবে। চিহ্ন দেখা না গেলে পানি ছিটিয়ে দিবে। এটাই যথেষ্ট হবে। একদিন জনৈক ব্যক্তি আয়েশা রযিয়াল্লাহু আনহা-এর ঘরে মেহমান হলো। আয়েশা রযিয়াল্লাহু আনহা দেখলেন, ভোরে সে তার কাপড় ধৌত করছে (অর্থাৎ রাত্রে তার স্বপ্নদোষ হয়েছিল) তা দেখে আয়েশা রযিয়াল্লাহু আনহা বললেন, মূলত তোমার পক্ষে এটুকুই যথেষ্ট হতো যে, তুমি বীর্য দেখে থাকলে কেবলমাত্র সে স্থানটি ধুয়ে নিতে। আর যদি তা না দেখে থাক, তাহলে জায়গাটিতে পানি ছিটিয়ে নিতে পারতে। কেননা এমনও হয়েছে আমি নিজে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাপড় থেকে শুকনো বীর্য রগড়িয়ে ফেলেছি, আর তিনি সে কাপড় পরেই ছালাত আদায় করেছেন (মুসলিম,হা/২৮৮, আবূদাঊদ,হা/৩৭১)।
প্রশ্নকারী : এমদাদুল হক
ফেনী।