কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৮) : পিতা মারা গেছেন আর চাচারা জীবিত আছেন।এঅবস্থায় মায়ের দ্বিতীয় স্বামী মেয়ের বিবাহের অলী হয়ে বিয়ে দিলে জায়েয হবেকি?

উত্তর: অভিভাবক ছাড়া কোনো মহিলার বিবাহ শুদ্ধ হবে না। কোনো মহিলার যদি অভিভাবক ছাড়াই বিবাহ হয়, তাহলে তার সেই বিবাহ বাতিল বলে গণ্য হবে (ইবনু মাজাহ, হা/১৮৭৯)। কিন্তু মায়ের দ্বিতীয় স্বামী মেয়ের অভিভাবকদের অন্তর্ভুক্ত নয় (ফাতওয়া আল-লাজনাহ আদ-দায়েমাহ, ১৮/১৭৪)। সুতরাং কোনো মেয়েকে তার মায়ের দ্বিতীয় স্বামী বিবাহ দিতে পারবে না। বরং এক্ষেত্রে সেই মেয়ের আসাবাদের মধ্যে যারা বেশি নিকটের যেমন- ভাই বা চাচা থাকলে, তারাই সেই মেয়ের অভিভাবক হবে। অন্যথায় সমাজের দায়িত্বশীল সেই মেয়ের অভিভাবক হবে।

প্রশ্নকারী: আব্দুর রহমান

ফুলবাড়ী, দিনাজপুর।


Magazine