কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬) : টিকটিকি মারার তাৎপর্য কী?

উত্তর : টিকটিকি মারার তাৎপর্য সম্পর্কে ইবনু মাজাহর বর্ণনার এসেছে, মা আয়েশা রাযিয়াল্লাহু আনহা -এর ঘরে একটি বর্শা ছিল। তাকে জিজ্ঞেস করা হলো, বর্শা দিয়ে আপনি কী করেন? তিনি বললেন, এটা দিয়ে টিকটিকি মারি। কারণ রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অত্যাচারী বাদশা নমরূদ কর্তৃক ইবরাহীম আলাইহিস সালাম-কে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন টিকটিকি ব্যতীত সকল প্রাণী আগুন নিভানোর চেষ্টা করেছিল। আর টিকটিকি আগুনে ফুঁক দিয়ে আগুন শক্তিশালী করার চেষ্টা করেছিল। এ জন্য রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকটিকি হত্যা করতে বলেছেন (ইবনু মাজাহ, হা/৩২৩১; ছহীহ ইবনু মাজাহ, হা/২৬৩৪)। সা‘দ ইবনু আবু ওয়াক্কাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত অপর এক হাদীছে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকটিকিকে ক্ষুদ্র ফাসেক্ব বলে অভিহিত করেছেন। সা‘দ ইবনু আবী ওয়াক্কাছ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, অপর এক হাদীছে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিরগিটিকে মেরে ফেলার জন্য নির্দেশ দিয়েছেন এবং তাকে ক্ষুদ্র ফাসেক্ব বলে অভিহিত করেছেন (ছহীহ মুসলিম, হা/২২৩৮; মিশকাত, হা/৪১২০)।

প্রশ্নকারী : নিয়ামুল হাসান নয়ন

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।


Magazine