উত্তর : ইসলামে পর-পুরুষের সাথে সহবস্থান করে নারীর জন্য চাকুরীসহ কোনো কাজ করা বৈধ নয় যদিও তা পূর্ণ হিজাবসহ হয়ে থাকে। কেননা আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী-পুরুষের সহবস্থানকে সরাসরি নাকচ করেছেন। উমার রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কোনো (গায়রে মাহরাম) নারী-পুরুষ যেনো নির্জনবাস না করে। কেননা (এমন হলে) তাদের তৃতীয়জন হবে শয়তান’ (মিশকাত, হা/৩১১৮)। অত্র হাদীছ প্রমাণ করে যে, গায়রে মাহরাম নারী-পুরুষের সহবস্থান স্পষ্ট হারাম। আর টিভিতে বিভিন্ন অবৈধ অনুষ্ঠান, গান-বাজনা ইত্যাদী হয়ে থাকে যা স্পষ্ট হারাম। আর এধরণের চ্যানেলে চাকুরী করার দ্বারা এসকল হারাম কাজে সহযোগিতা হয়ে থাকে। আর অন্যায় কাজে সহযোগিতাও হারাম। মহান আল্লাহ বলেন, ‘তোমরা কল্যাণ ও তাক্বওয়ার কাজে পরস্পর সহযোগিতা করো এবং পাপ ও নাফরমানীর কাজে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)।
-মোছাঃ খাদিজা আক্তার।
৩৩৫/১/এ, টিভি রোড রামপুরা, ঢাকা-১২১৯।