কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৫) : ই‘তিকাফকারী যে মসজিদে আছেন তিনি কি অন্য মসজিদে গিয়ে তারাবীহর ছালাত পড়াতে পারেন?

উত্তর : ই‘তিকাফকারী অন্য মসজিদে গিয়ে কোনো ছালাতের ইমামতি করতে পারবে না। কেননা ই‘তিকাফ অবস্থায় পেশাব-পায়খানা ও জরুরী কাজ ছাড়া মসজিদ হতে বের হওয়া নিষেধ। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত। তিনি বলেন, ই‘তিকাফকারীর জন্য সুন্নাত হলো, সে কোনো রোগী দেখতে যাবে না, জানাযায় অংশগ্রহণ করবে না, স্ত্রীকে স্পর্শ করবে না, তার সাথে সহবাস করবে না এবং অধিক প্রয়োজন ছাড়া বাইরে যাবে না, ছিয়াম না রেখে ই‘তিকাফ করবে না এবং জামে মসজিদে ই‘তিকাফ করবে (আবূদাঊদ, হা/২৪৭৩, সনদ হাসান ছহীহ; মিশকাত, হা/২১০৬)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই‘তিকাফ অবস্থায় পারিবারিক প্রয়োজনে স্ত্রীদের নিকট যেতেন না। বরং স্ত্রীরাই তার নিকট আসতেন (ছহীহ বুখারী, হা/২০৩৮)।

কামালউদ্দীন

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।


Magazine