উত্তর : অছিয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন (আন-নিসা, ৪/৭৯)। তাই মৃত ব্যক্তি কুরবানীর করার অছিয়ত করে গেলে তার পক্ষ থেকে কুরবানী করতে হবে। তবে পরিত্যক্ত সম্পদ থেকে ঋণ পরিশোধের পর অবশিষ্ট সম্পদের সর্বোচ্চ এক-তৃতীয়াংশ থেকে কুরবানী করতে হবে (ছহীহ বুখারী, হা/১২৯৫; ছহীহ মুসলিম, হা/১৬২৮)।
প্রশ্নকারী : আব্দুল আহাদ
ক্ষেতলাল, জয়পুরহাট।