কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩): বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানে দোকান দেওয়া বা ভাড়া দেওয়া কি বৈধ?

উত্তর: না, বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠান (পূজা, উৎসব, বা মূর্তিপূজার মেলা) উপলক্ষে দোকান দেওয়া বা ভাড়া দেওয়া জায়েয নয়। কারণ এটি কুফর ও শিরককে সহযোগিতা করা হবে। আর অন্যায় কাজে সহযোগিতা করা হারাম। মহান আল্লাহ বলেন, ‘তোমরা পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সাহায্য করো না (আল-মায়েদা, ৫/২)। সুতরাং অন্য কোনো ধর্ম বা শিরকী কাজে অংশগ্রহণ করা বা তাতে সাহায্য করা মুসলিমের জন্য হারাম। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর পথে (জিহাদের উদ্দেশ্যে) একটি ঘোড়া আটকিয়ে রাখে (লালনপালন করে), আল্লাহর প্রতি ঈমান রাখে এবং তাঁর প্রতিশ্রুতির প্রতি দৃঢ় বিশ্বাস রাখে; তবে সেই ঘোড়ার খাওয়া, পান করা, বিষ্ঠা ও প্রস্রাব— সবকিছুই কিয়ামতের দিনে তার নেকীর পাল্লায় (ছওয়াব হিসেবে) ওযন করা হবে’ (ছহীহ বুখারী, হা/২৮৫৩)। এ হাদীছ থেকে বুঝা যায় যে, আল্লাহর পথে সহযোগিতার জন্য কোনো কাজ করলে যেমন ছওয়াব হয় তেমনি শিরক, পূজা বা হারাম কাজে সহযোগিতা করলে গুনাহ হয়।

প্রশ্নকারী : মো. সাজেদুর রহমান সাজু

 সদর, দিনাজপুর।


Magazine