কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৫) : ‘হযরত’ অর্থ কী? রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নামে পূর্বে ‘হযরত’ বলা যাবে কি?

উত্তর : ‘হযরত’ শব্দের অর্থ উপস্থিত, মহামান্য, সম্মানিত ইত্যাদি। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নামের পূর্বে ‘হযরত’ বলা যাবে না। কেননা কুরআন ও ছহীহ সুন্নাহয় তার নামের পূর্বে এ জাতীয় কোনো শব্দ ব্যবহারের দলীল পাওয়া যায় না। তবে তার নামের পরে বা নাম শুনে ‘ছালাত’ ও ‘সালাম’ বা দরূদ পড়ার জন্য আদেশ করা হয়েছে (সূরা আহযাব, ৫৬)। 

প্রশ্নকারী : দেলোয়ার হোসেন

সুবর্ণচর, নোয়াখালী।


Magazine