উত্তর: এমন কাজ করা জায়েয নয়। কেননা তাতে অন্যায় কাজে সহযোগিতা করা হয়। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা ভালো কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করো, মন্দ কাজে করবে না’ (আল-মায়েদা, ৫/২)। لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ، وَكَاتِبَهُ، وَشَاهِدَيْهِ، وَقَالَ: هُمْ سَوَاءٌ রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূদখোর, সূদদাতা, লেখক এবং সাক্ষীদের উপর লা‘নত করেছেন এবং বলেছেন, ‘এরা সবাই গুনাহে সমান’ (ছহীহ মুসলিম, হা/১৫৯৮)। এই হাদীছ স্পষ্ট করে দেয় যে, যে ব্যক্তি সূদের চুক্তিতে সাক্ষী হয় বা লেখক হিসেবে কাজ করে বা সহযোগিতা করে, সেও মহান আল্লাহর কাছে গুনাহগার। যদি সে ব্যক্তি জেনেবুঝে ব্যাংকের সূদ চুক্তিতে স্বাক্ষর করে, তাহলে সে উল্লিখিত হাদীছ অনুযায়ী সরাসরি গুনাহের অংশীদার।
প্রশ্নকারী : আরিফ।