কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৫) : কুরবানীর পশুর প্রত্যেক পশমের বিনিময়ে একটি করে নেকী রয়েছে মর্মে বর্ণিত হাদীছটি কি ছহীহ?

উত্তর : এ মর্মে বর্ণিত হাদীছটি যঈফ (ইবনু মাজাহ, হা/৩১২৭; মিশকাত, হা/১৪৭৬)। এই সানাদে আয়িযুল্লাহ নামে একজন দুর্বল ও নাফে‘ আবূ দাঊদ নামে একজন পরিত্যাজ্য রাবী রয়েছে (তাক্বরীবুত তাহযীব, রাবী নং ৭২৩০ ও ৩১৩৩)।
প্রশ্নকারী : শামীম হোসেন
নওগাঁ সদর, নওগাঁ।

Magazine