উত্তর : ‘কবরের শাস্তি প্রকৃত শাস্তি নয়’ কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও কল্পনাপ্রসূত। বরং কবরের শাস্তি অবশ্যই হবে। বারা ইবনু আযেব রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘মুসলিম যখন কবরে জিজ্ঞাসিত হয়, তখন সে সাক্ষ্য দেয় যে, আল্লাহ ব্যতীত কোন হক্ব মা‘বূদ নেই এবং মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আর এটাই আল্লাহ তা‘আলা বলেন,
يُثَبِّتُ اللهُ الَّذِيْنَ آمَنُوْا بِالْقَوْلِ الثَّابِتِ فِىْ الْحَيَاةِ الدُّنْيَا وَفِىْ الْآخِرَةِ
‘আল্লাহ ঈমানদারগণকে সুদৃঢ় বাক্য দ্বারা অটল রাখেন দুনিয়াবী জীবনে ও আখেরাতে’ (ইবরাহীম, ২৭)। অন্য বর্ণনায় এসেছে, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘উক্ত আয়াতটি কবরের আযাব সম্পর্কে নাযিল হয়েছে। মাইয়েতকে জিজ্ঞেস করা হবে, তোমার পালনকর্তা কে? সে বলবে, আমার পালনকর্তা আল্লাহ এবং আমার নবী মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (ছহীহ বুখারী, হা/৪৬৯৯, ‘তাফসীর’ অধ্যায়, সূরা ইবরাহীম, ২৭ নং আয়াতের ব্যাখ্যা দ্রঃ; মিশকাত, হা/১২৫)। তবে কবরের শাস্তি দেখা যায় না এবং শোনাও যায় না। এটা ঠিক স্বপ্নের মত। মানুষ স্বপ্নে যেমন ভীতিকর দৃশ্য দেখে এবং সে স্পষ্ট বুঝতেও পারে কিন্তু পাশের জাগ্রত ব্যক্তি কিছু দেখতে পায় না এবং উপলব্ধিও করতে পারে না।
-আব্দুর রাকীব
পীরগঞ্জ, ঠাকুরগাঁও।