কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৫): আমি ঢাকায় ভাড়া বাসায় থাকি। গ্রামের বাড়িতে ঋণ করে আমি একটি বাড়ি ক্রয় করি। সেখানে আমার বাবা- মা থাকে এবং আমি গ্রামে গেলে ওখানেই থাকি। এখন যাকাত হিসেবের সময় কি এই বাড়ির যাকাত দিতে হবে?

উত্তর: ঘরবাড়ির উপর যাকাত দেওয়া ফরয নয়। তবে ব্যবসায়িক উদ্দেশ্যে তা ক্রয় করা হলে তাতে যাকাত দিতে হবে অর্থাৎ তখন তা ব্যবসায়িক সম্পদ হিসেবে গণ্য হবে এবং নিছাব পরিমাণ হলে যাকাত দিতে হবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমার কাছে দুইশ দিরহাম থাকলে এবং তা পূর্ণ এক বছর অতিবাহিত হলে পাঁচ দিরহাম (যাকাত) দিবে (আবূ দাঊদ, হা/১৫৭৩)।

প্রশ্নকারী : নয়ন

লালবাগ, ঢাকা।


Magazine