কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬) : মাশহুর, গারীব ও আযীয হাদীছ কি গ্রহণযোগ্য বা মানা যাবে?

উত্তর : এ পরিভাষাগুলো সনদে রাবীর সংখ্যা কম- বেশীর ভিত্তিতে সজ্ঞায়িত হয়ে থাকে। হাদীছ মাক্ববুল (গ্রহণযোগ্য) বা মারদুদ (প্রত্যাখ্যাত) হওয়ার সাথে এগুলোর কোন সম্পর্ক নেই। বরং এ তিনটি পরিভাষা মাক্ববুল বা মারদুদ উভয়টি হতে পারে। যদি মাক্ববুলের অন্তর্ভূক্ত হয় তাহলে তা গ্রহণযোগ্য হবে। আর যদি মারদুদের অন্তর্ভূক্ত হয় তাহলে তা প্রত্যাখ্যাত হবে (বিস্তারিত জানার জন্য তাইসীরুল মুছত্বলাহিল হাদীছ, মুছতালাহুল হাদীছ বা অন্য কোন উছূলে হাদীছের কিতাব পড়ুন)।

প্রশ্নকারী : আব্দুল হাসিব

 শেরপুর, বগুড়া।

Magazine