উত্তর : এধরনের লেনদেন করা জায়েজ নয়। কেননা একই জাতীয় জিনিসের ক্ষেত্রে কম-বেশি করে লেনদেন করা সূদ। আর সূদ ভক্ষণ করা হারাম। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছন, ‘স্বর্ণ স্বর্ণের বিনিময়ে, রৌপ্য বৌপ্যের বিনিময়ে, গম গমের বিনিময়ে, যব যবের বিনিময়ে, খেজুর খেজুরের বিনিময়ে এবং লবন লবনের বিনিময়ে সমান সমান সমপরিমাণ ও হাতে হাতে (নগদ) হবে। অবশ্য এই দ্রব্যগুলো যদি একটা অপরটার সাথে বিনিময় হয়। (অর্থাৎ পণ্য এক জাতীয় না হয়) তোমরা যেরূপ ইচ্ছা করতে পার যদি হাতে হাতে (নগদে) হয়’ (ছহীহ মুসলিম, হা/৪১৪৮; মিশকাত, হা/২৮০৯)। সুতরাং উক্ত এক টাকার কোনো বিনিময় না থাকায় তা হারাম।
প্রশ্নকারী : শরিফুল ইসলাম
ঝিনাইদাহ।