কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৪) : শরীরের কোনো স্থানে কেটে গেলে সেই ক্ষত স্থানের রক্ত কি খাওয়া যাবে?

উত্তর : না, শরীরের ক্ষতস্থান হতে নির্গত রক্ত পান করা যাবে না। কেননা তা পান করা হারাম। মহান আল্লাহ বলেন, ‘তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী, রক্ত ও শূকরের গোশত এবং যা আল্লাহ ছাড়া অন্য কারো নামে যবেহ করা হয়েছে....’ (আল-মায়েদাহ, ৫/৩; আল-বাক্বারা, ২/১৭৩)।

প্রশ্নকারী : শাকিব হোসাইন

খানসামা, দিনাজপুর।


Magazine