উত্তর : ছালাতের প্রথম তাশাহহুদে শুধু ‘আত্তাহিয়্যাতু’ পড়বে। এর সাথে দরূদ ও দু‘আ মাসূরা পড়া লাগবে না। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর ও ক্বিরাআত ‘আল-হামদুলিল্লাহি রব্বিল আলামীন’ দ্বারা ছালাত শুরু করতেন। তিনি যখন রুকূ করতেন মাথা খুব উপরেও করতেন না, আবার বেশি নিচুও করতেন না, মাঝামাঝি রাখতেন। রুকূ হতে মাথা উঠিয়ে সোজা হয়ে না দাঁড়িয়ে সিজদায় যেতেন না। আবার সিজদা হতে মাথা উঠিয়ে সোজা হয়ে না বসে দ্বিতীয় সিজদায় যেতেন না। তিনি প্রত্যেক দুই রাকআতের পরই বসে আত্তাহিয়্যাতু পড়তেন। বসার সময় তিনি তাঁর বাম পা বিছিয়ে দিতেন। ডান পা খাড়া রাখতেন। শয়তানের মতো কুকুর বসা বসতে নিষেধ করতেন। সিজদায় পশুর মতো মাটিতে দুহাত বিছিয়ে দিতেও নিষেধ করতেন। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছালাত শেষ করতেন সালামের মাধ্যমে (ছহীহ মুসলিম, হা/৪৯৮; মিশকাত, হা/৭৯১; ছিফাতু ছালাতিন নবী, পৃ. ১৬০)। তবে যদি কেউ পড়ে ফেলে তাহলে ছালাতের কোনো সমস্যা হবে না এবং তাকে সাহু সিজদাও দিতে হবে না।
-জুয়েল বিন মনিরুল ইসলাম