কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৭) : কাপড়ে রক্ত ছিটা লেগে থাকাবস্থায় উক্ত কাপড়ে ছালাত আদায় করলে ছালাত শুদ্ধ হবে কি?

উত্তর : রক্ত ছিটা কাপড়ে লেগে থাকাবস্থায় ছালাত আদায় করাতে কোনো সমস্যা নেই। কারণ সাধারণ রক্ত নাপাক নয়। যেমন: একদা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা’বা চত্বরে ছালাতরত ছিলেন। এমতাবস্থায় আবূ জাহেল, উতবা, শায়বাসহ মক্কার নেতৃস্থানীয় নেতাদের আদেশ ক্রমে সিজদারত অবস্থায় আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর উপর যবেহকৃত উটের নাড়ি-ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে বদ-দু’আ করেছিলেন (ছহীহ বুখারী, হা/২৪০)। তবুও রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছালাত ছেড়ে দেননি। বরং ছালাত শেষ পর্যন্ত আদায় করেছেন। এছাড়াও এক যুদ্ধ সফরে ঘুমন্ত ছাহাবীদের পাহারায় নিযুক্ত ছালাতরত ছাহাবীকে শত্রু পক্ষ তীর নিক্ষেপ করে, যার ফলে তার শরীর হতে রক্ত প্রবাহিত হয়। পরবর্তীতে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–কে বিষয়টি অবগত করলে, তিনি তাকে পূনরায় ছালাত আদায় করতে বা ছালাত বাতিল মর্মে কোনো কিছুই বলেননি (আবূ দাউদ, হা/১৯৮)। তবে শরীরে বা কাপড়ে নাপাক রক্ত লেগে থাকাবস্থায় ছালাত আদায় করা যাবে না। বরং তা ধুয়ে ছালাত আদায় করতে হবে। যেমন হায়েযের রক্ত। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়েযের রক্ত ধুয়ে ছালাত আদায়ের নির্দেশ দিয়েছেন। ফাতেমা বিনতে হুবায়শ রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–কে এই মর্মে জিজ্ঞাসা করলে, তিনি বলে,إِذَا أَدْبَرَتْ فَاغْسِلِى عَنْكِ الدَّمَ ثُمَّ صَلِّى ‘যখন তোমার হায়েয শেষ হয়ে যাবে, তখন তুমি তা ধুয়ে ছালাত আদায় করবে’ (ছহীহ বুখারী, হা/২২৮)।

প্রশ্নকারী : মো. হাফিজুর রহমান

কেএমপি, খুলনা।


Magazine