কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৭) : ফজরের ছালাতের সময় যদি কেউ ঘুম হতে জাগতে না পারে, তাহলে সূর্য উঠার সময় বা সূর্য উঠার পর সে ছালাত আদায় করতে পারবে কি?

উত্তর : উক্ত ছালাত আদায় করার জন্য সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করা যাবে না, বরং ঘুম ভাঙা মাত্রই ছালাত আদায় করতে হবে। যখনই ঘুম ভাঙবে বা স্মরণ হবে তখনই ক্বাযা ছালাত আদায় করে নিবে। ফরয ছালাত আদায়ের জন্য যেমন নিষিদ্ধ কোনো সময় নেই তেমনি অপেক্ষা করারও কোনো সুযোগ নেই। আবূ ক্বাতাদা রযিয়াল্লাহু আনহু বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের মধ্যে কেউ কোনো ছালাত ভুলে গেলে অথবা ছালাত না পড়ে ঘুমিয়ে গেলে যখনই স্মরণ হবে তখনই যেন আদায় করে নেয়’ (ছহীহ মুসলিম, হা/৬৮১; মিশকাত, হা/৬০৪)।

প্রশ্নকারী : শহীদুযযামান

ঝিকরগাছা, যশোর।


Magazine