কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৯) : কোনো পুরুষের জন্য তার হাতে ও পায়ে মেহেদী দেওয়া কি বৈধ?

উত্তর : না, কোনো পুরুষ ব্যক্তির জন্য তার হাতে ও পায়ে মেহেদী দেওয়া বৈধ নয়। কেননা হাতে পায়ে মেহেদী দিবে মহিলারা, পুরুষরা নয়। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘পুরুষের সুগন্ধি এমন হবে যার সুগন্ধ প্রকাশ পায় কিন্তু রং গোপন থাকে এবং নারীর সুগন্ধি এমন হবে যার রং প্রকাশ পায় কিন্তু সুগন্ধি গোপন থাকে’ (তিরমিযী, হা/২৭২৮)। আয়েশা রযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক মহিলা পর্দার আড়াল থেকে একটি কিতাব হাতে নিয়ে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দিকে বাড়িয়ে দিল। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর হাত না বাড়িয়ে বললেন, ‘আমি বুঝতে পারছি না এটা কোনো পুরুষের হাত নাকি মহিলার হাত? সে বলল, বরং মহিলার হাত। তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তুমি মহিলা হলে অবশ্যই তোমার নখগুলো মেহেদী দ্বারা রঞ্জিত করতে’ (আবূ দাঊদ, হা/৪১৬৬; নাসাঈ, হা/৫০৮৯)। সুতরাং হাতে পায়ে মেহেদী দেওয়া মহিলাদের বৈশিষ্ট্য, তাই পুরুষদেরকে অবশ্যই এ থেকে বিরত থাকতে হবে। কেননা পুরুষের জন্য নারীদের সাথে সাদৃশ্য গ্রহণ করা জায়েয নয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো থেকে বারণ করেছেন এবং এমন পুরুষকে লা‘নত করেছেন, যে লোক মহিলার সাদৃশ্য গ্রহণ করে এবং এমন মহিলাকে লা‘নত করেছেন যে মহিলা পুরুষের সাদৃশ্য গ্রহণ করে (ছহীহুল বুখারী, হা/৫৮৮৫)।

প্রশ্নকারী : ফরীদ

চট্রগ্রাম।


Magazine