কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯): নামের সাথে জান্নাতী শব্দ যোগ করা যাবে কি? যেমন- সাদিয়া ইসলাম জান্নাতী।

উত্তর: নাম নির্বাচনে পিতা-মাতার দায়িত্ব হলো সুন্দর ও অর্থবহ ইসলামী নাম রাখা। হাদীছে নিষেধকৃত, ইসলামের সাথে সাংঘর্ষিক বা খারাপ অর্থ বহন করে বা নিজেকে তাযকিয়া করা হয় এমন কোনো নাম রাখা যাবে না। জান্নাতী নামের দ্বারা নিজের তাযকিয়া বা পবিত্রকরণ বুঝানো হয়ে থাকে। তাই এমন নাম না রাখাই উত্তম। আল্লাহ তাআলা বলেন, ‘অতএব, তোমরা আত্মপ্রশংসা করো না। তিনিই সম্যক জানেন আল্লাহভীরুকে’ (আন-নাজম, ৫৩/৩২)।

প্রশ্নকারী : রাশেদুল ইসলাম

সখিপুর, বালারহাট, শরীয়তপুর।


Magazine