কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪২): আমার ভাইয়ের ফটোস্টুডিওর দোকান আছে। অনেক সময় কাস্টমাররা সূদীব্যাংকে টাকা লোন নেওয়ার জন্য দোকানে ছবি তোলে এবং ব্যাংকের কাগজপত্রফটোকপি করে। এমতাবস্থায় সেই সব লোকের কাজ করে দেওয়া যাবে কি?

উত্তর : যদি নিশ্চিতভাবে জানা যায় যে, সেই ব্যক্তি এই ছবি ও ফটোকপি নিয়ে সূদী ব্যংকে টাকা লোন নিবে, তাহলে এমন ব্যক্তির এই কাজ করে দেওয়া যাবে না। কেননা এতে অন্যায়কে সহযোগিতা করা হবে। আর আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা নেকী ও তাক্বওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো, কিন্তু পাপ ও সীমালংঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)।

প্রশ্নকারী : আব্দুল্লাহ



Magazine