উত্তর : এ ধরনের ব্যবসা করা থেকে সম্ভবপর বিরত থাকার চেষ্টা করতে হবে। কেননা এগুলো সূদী প্রতিষ্ঠান। আর আল্লাহ তাআলা ক্রয়-বিক্রয়কে হালাল করেছেন এবং সূদকে হারাম করেছেন (আল-বাক্বারাহ, ২/২৭৫-২৭৯)। এছাড়া সূদখোরদের প্রতি আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন (ছহীহ মুসলিম, হা/১৫৯৭-১৫৯৮)। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মানুষের উপর এমন এক যুগ আসবে, যখন কেউই সূদ খাওয়া ছাড়া থাকবে না। যদি কেউ সূদ না খায় তবুও তার ধোঁয়া তাকে স্পর্শ করবে’ (আবূ দাঊদ, হা/৩৩৩১)।
প্রশ্নকারী : সাদিকুল ইসলাম
দিনাজপুর।