উত্তর: স্বামী কর্তৃক স্ত্রীকে পবিত্রা অবস্থায় শরীআহ মোতাবেক তিন মাসে তিন তালাক দেওয়ার পর স্ত্রী ওই পুরুষের জন্য হারাম হয়ে যায় যতক্ষণ না স্ত্রী নতুন কোনো বিবাহ করে দ্বিতীয় স্বামী কর্তৃক কোনো প্রকার পূর্ব পরিকল্পনা ছাড়াই স্বেচ্ছায় তালাকপাপ্তা না হয়। এক বৈঠকে একসাথে তিন তালাক দিলে তা এক তালাক হিসেবেই বিবেচিত হবে। তখন তিনমাসের মধ্যে বিবাহ ছাড়াই ফেরত নেওয়ার সুযোগ থাকে। তিনমাস পার হয়ে গেলে নতুনভাবে বিবাহ করতে হবে। কিন্তু আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে এক বৈঠকে তিন তালাককে তিন তালাক বিবেচনা করে হিল্লা করার মাধ্যমে স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার যে ব্যবস্থা করা হয় তা অত্যন্ত ঘৃণিত কাজ। আল্লাহ তাদের লা‘নত করেছেন। উক্ববা ইবনু আমের রযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমি কি তোমাদের ভাড়াটে পাঁঠা সম্পর্কে জানাব না? সেই পাঁঠা হলো হিল্লাকারী আর আল্লাহ হিল্লাকারী ও যার জন্য হিল্লা করা হয় উভয়কে অভিশাপ করেছেন’ (ইবনু মাজাহ, হা/১৯৩৬)।
প্রশ্নকারী : শাহীন ইসলাম
ঢাকা।