কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩): ছালাতের শেষ বৈঠকে ভুল করে তাশাহহুদ পাঠ করার পর দাঁড়িয়ে গেলেকরণীয় কী?

উত্তর: স্মরণ হওয়ার সাথে সাথেই আবার তাশাহহুদে ফিরে আসবে। আর যদি ইমাম সাহেব এমনটি করে, তাহলে সুবহানাল্লাহ বলে তাকে সতর্ক করবে, যাতে তিনি ফিরে আসেন। আর যদি তিনি ফিরে না আসেন, তাহলে মুক্তাদীরাও ইমামের সাথে উঠে যাবে। কেননা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ইমাম নিযুক্ত করা হয় তার অনুসরণ করার জন্য’ (ছহীহ বুখারী, হা/৩৭৮)। মুগীরা ইবনু শু‘বা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের কেউ দ্বিতীয় রাকআতের পর (ভুলে) দাঁড়িয়ে গেলে এবং তখনও যদি তার দাঁড়ানো সম্পূর্ণ না হয়, তবে সে যেন বসে যায়। আর যদি সে পূর্ণরূপে দাঁড়িয়ে যায় তবে সে যেন না বসে এবং (শেষে) দুটি সাহু সিজদা করে’ (ইবনু মাজাহ, হা/১২০৮)।

প্রশ্নকারী: মো. মিনহাজ পারভেজ

হড়গ্ৰাম, রাজশাহী।

Magazine