কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৩) : নারীদের হায়েয অবস্থায় কুরআন পড়তে পারবে কি?

উত্তর : হ্যাঁ, মহিলাদের হায়েয অবস্থাতে কুরআত তিলাওয়াত করাতে কোনো বাধা নেই, বিশেষভাবে যদি সেই মহিলা কুরআন ভুলে যাওয়ার আশঙ্কা করে। ইবরাহীম রহিমাহুল্লাহ বলেন, মহিলাদের হায়েয অবস্থাতে কুরআন তিলাওয়াতে কোনো সমস্যা নেই। আয়েশা রযিয়াল্লাহু আনহা বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাবস্থাতেই আল্লাহর যিকির করতেন (ছহীহ বুখারী, ১/৬৮)। হজ্জের সময় আয়েশা রযিয়াল্লাহু আনহা-এর হায়েয হলে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, ‘অন্যান্য হাজীরা যা করে তুমিও তাই করবে, কিন্তু পবিত্র হওয়া পর্যন্ত বায়তুল্লাহর তাওয়াফ করতে পারবে না’ (ছহীহ মুসলিম, হা/১২১১)। আর এটি সুপরিচিত যে, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগেও মহিলাদের হায়েয হতো, কিন্তু তাদেরকে কুরআন তিলাওয়াত করতে নিষেধ করতেন না। যদি তাদের জন্য কুরআন তিলাওয়াত করা নিষেধই হতো, তাহলে অবশ্যই তিনি তা স্পষ্টভাবে বর্ণনা করতেন (মাজমূ ফাতাওয়া ইবনু তায়মিয়্যাহ, ২১/৪৬০)।

প্রশ্নকারী : আব্দুল মুমিন

মহিমাগঞ্জ, গাইবান্ধা।

Magazine